অসহনীয় গরমের মধ্যে বৃষ্টি আসলো অবশেষে। খালি গায়ে সংগে সংগে ছাদের দিকে দৌড়। ভিজতেই হবে।



ছাদে কেউ নেই। মহানন্দে ভিজছি ঝুম বৃষ্টিতে। চোখ বন্ধ করে উপরের দিকে মুখ তুলে হা করে ছিলাম। বৃষ্টির পানি খাওয়ার এ এক খেলা। চোখ খুলেই একটু থতমত খেয়ে খেলাম। লিয়া সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে আমাকে দেখে। আমার দোতলায় ভাড়া থাকে লিয়ারা। এবার এইচএসসি পরীক্ষা দিল। আমার দুই বছরের ছোট। কখন যে ছাদে এসেছে চোখ বন্ধ থাকার কারনে বুঝতেই পারি নি।