Monday, June 27, 2011

বিখ্যাত প্লেবয়ের ম্যগাজিনের প্রচ্ছদে নগ্ন মুসলিম রমণীর ছবি

কাহিনীটা কি ? যেন গজব পড়েছে কারো কারো মাথায় । বলতে গেলে এক মহা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আসুন পুরো ঘটনাই বলি ।
জার্মানিবাসী তুরষ্কীয় বংশোদ্ভুত মুসলমান অভিনেত্রী সিলা সাহিন প্লেবয়ের জার্মান সংস্করণের জন্য দুঃসাহসী ফটো-সেশনে অংশ নিয়ে স্থানীয় মুসলিমদের ভেতরে তোলপাড় ফেলে দিয়েছেন। প্রচ্ছদেও এসেছে তাঁর ছবি।
উৎকট ইসলামী ট্যাবু ভাঙতেই তিনি এই সাহসী পদক্ষেপ নিয়েছেন বলে মিডিয়ার সামনে খোলাখুলি জানিয়েছেন।


মুসলিম এই সুন্দরী সিলা সাহিনআরও জানিয়েছেন- নারীদের বোরকার মতো চরম অশ্লীল, অমানবিক, অস্বস্তিকর পোষাক পরতে বাধ্য করা (এবং এ ধরনের পোষাক পরতে তাদের বাধ্য করা হচ্ছে না এটা স্বীকার করতে বাধ্য করা) পিছলামি সমাজ, যারা প্রকৃত পক্ষে এ সভ্য যুগে ধর্মের নামে নারীদের জন্য এখনো দাসপ্রথা চালু রেখেছে তাদের বিরুদ্ধে এটা একটা অন্যরকম একটা প্রতিবাদ। ছবিগুলো দেখার আগে উনি কী বলেছেন সেটা হুবহু আগে একবার পড়ে নেয়া ভাল।

তার আগে ছবি গুলা দেখেন

http://adf.ly/1vd3Q
http://adf.ly/1vd3R
 http://adf.ly/1vd3S
 http://adf.ly/1vd3T
 http://adf.ly/1vd3U
http://adf.ly/1vd4L
http://adf.ly/1vd54
http://adf.ly/1vd57

যৌনতা ও জ্ঞান © 2008 Por *Templates para Você*