রাজুর মায়ের নাম মিসেস নাজমা। বয়স ৪০ বছর। আজ আপনাদেরকে রাজুর মায়ের একটি গল্প শোনাব।রাজুর মা ছিল যাকে বলে সতী নারী। রাজুর মার বন্ধুবান্ধব আত্বীয় স্বজন বলতে কেউই তেমন ছিল না। রাজুর মায়ের শারীরিক সৌন্দর্য বেশী হওয়ায় সবাই তাকে হিংসা করত আর কুৎসা রটাত তার নামে।একদিন রাজুর মা তার এক বান্ধবীর বাসায় দাওয়াতে গিয়ে ফেরার সময় আটকা পড়ে গেল। সে ইচ্ছা করলে সেরাতে ওখানেই থেকে যেতে পারত। সে বলেছিল দেরী হলে থেকে যাবে সেখানে। কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ায় এবং বান্ধবীর বাসার নাচ গান তার ভাল লাগছিল না বলে রাজুর মা বাসায় ফেরার প্ল্যান করল । বান্ধবীর দেবরের বন্ধু তার গাড়িতে করে তাকে লিফট দেবার প্রস্তাব দিল। সে রাজী হল তার সাথে যেতে।লোকটি বিয়ে থা করেনি। নিজের বাসায় একা একা থাকত। যেতে যেতে ঝড় বেড়ে গেলে রাজুর মাকে লোকটার বাসায় যেতে হল। তার বাসা কাছেই ছিল। তাকে সে তোয়ালে দিয়ে বলল চেঞ্জ করে নিতে। বেডরুমে তার মায়ের শাড়ী আছে। রাজুর মার কাপড় ভিজে জবজব করছিল।
কি? চেনা যায়? মোম জ্বেলে তো দেখলেন না? - থতমত খেয়ে গেলাম সেজেগুজে আসা শাড়ী পড়া মেয়েটার কথা শুনে, আমার সাথে থাকা বন্ধুরাও হতবাক, ঘটনা কি? আফিসার্স ক্লাবে সিনিয়র ভাইয়ের বিয়ে খেতে এসেছিলাম, কিন্তু বাদামী চোখের চাহনী সময়কে রিওয়াইন্ড করে দুবছর পেছনে নিয়ে গেল।